E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর!

২০১৭ ফেব্রুয়ারি ২৮ ১৮:৩৪:২৮
মাগুরায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর!


মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শওকত আলীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে মোটরসাইকেল যোগে স্কুলে আসার পথে পাল্লা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শওকত আলী সামান্য আহত হয়েছেন। পুলিশকে বিষয়টি মৌখিক জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে সৈয়দ শওকত আলী অভিযোগ করেন। সৈয়দ শওকত আলী পাল্লা গ্রামের মীর পাড়ার সৈয়দ সাহেব আলীর ছেলে।

শিক্ষক সৈয়দ শওকত আলী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে তিনি মোটর সাইকেলে স্কুলে আসছিলেন। স্কুলের পাশে পাল্লা বাজারে পৌছালে সাবেক ইউপি সদস্য আলম নবী ও তার সাথে থাকা চারজন যুবক তার উপর চড়াও হয়ে মারধর করেন। এত তিনি সামান্য আহত হন। শিক্ষকের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলায় জড়িত সন্দেহভাজন অন্য চার যুবক হচ্ছেন শাহনেওয়াজ প্রিন্স (২০), খয়ের মোল্যা (২০), মামুন মোল্যা (২৫) ও আবেদ শেখ (২৫)। এদের মধ্যে খয়ের মোল্যার বাড়ি নাগড়িপাড়া বাকি সবার বাড়ি পাল্লা গ্রামে বলে স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান।

সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর শুকুর মোল্যা জানান, স্থানীয় কয়েকজন যুবক পাল্লা বাজারে শিক্ষকের উপর আকস্মিক হামলা চালায়। তারা কিল-ঘুষি, লাথি মারতে থাকে। আমরা কয়েকজন এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

দীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম হিরু মিয়া জানান,‘খবর পেয়ে আমি শিক্ষককে দেখতে আসি। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
পাল্লা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি এ্যাডভোকেট রোকনুজ্জামান খাঁন জানান, ‘তিনি জেলা শহরে আছেন। এলাকায় এসে পরবর্তি ব্যবস্থা নেবেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

(ডিসি/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test