E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ২ শতাধিক মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পন

২০১৭ ফেব্রুয়ারি ২৮ ১৮:৪৪:৪৫
নওগাঁয় ২ শতাধিক মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পন

নওগাঁ প্রতিনিধি : সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতিতে গত ১মাসে নওগাঁ জেলার ১১ উপজেলায় ২ শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবী পুলিশের কাছে আত্মসমর্পন করেছে।

জেলার পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলন, উল্লেখিত সময়ে জেলায় ২৪০টি মামলায় ২৯৩জনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। মাদক সংক্রান্তে ১৭৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলার মান্দা উপজেলার কুশুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে ৪০জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করে জেলা পুলিশ সুপারের কাছে আত্মসমর্পন করে। এর মধ্যে ১৮জন মাদক ব্যবসায়ী ও ২২জন মাদক সেবী।

এসময় পুলিশ সুপার তাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানান। মঙ্গলবার বেলা ১১টায় সাপাহার থানা চত্বরে ২০জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী মাদক পরিত্যাগ করে সৎভাবে জীবন যাপনের লক্ষ্যে পুলিশের কাছে আত্মসমর্পন করে। কমিউনিটি পুলিশিং ও মান্দা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।

তিনি উক্ত অনুষ্ঠানে মাদক বিরোধী বক্তব্য সহ মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আত্মসর্মাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি যে কোন মুল্যে মাদক সমস্যা প্রতিহত করে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য গুরুত্বারোপ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ বোরহান সুলতান (গামা), উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজামান খান, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল, মোঃ আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচাজ মোঃ আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ নওফেল আলী মন্ডল। অপরদিকে নওগাঁ সদর থানার তিলকপুর ও চন্ডিপুর ইউনিয়নে ৬৬ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করে। উল্লেখিত সময়ে থানায় ৪৬টি মাদক মামলার বিপরীতে ৬৫জনকে গ্রেফতার ও ৪০জনকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়।

মঙ্গলবার বিকেলে নওগাঁর তিলকপুর ইউনিয়নে ২৬জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সেচ্ছায় আত্মসমর্পন করেছে। তিলকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ও নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ তোরিকুল ইসলামের সভাপতিত্বে আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম পিপিএম। অনুষ্ঠানে আত্মসমর্পনকারী ২৬ জন মাদক কারবারিকে মুচলেকা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে শপথ বাক্য পাঠ করানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের লুঙ্গি ও শাড়ি উপহার দেয়া হয়েছে। তারা সুস্থ জীবনে ফিরতে পারলে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে প্রধান অতিথি ঘোষণা দেন।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test