E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২

২০১৭ মার্চ ০১ ১৬:৫৫:১৩
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২

নওগাঁ প্রতিনিধি : বুধবার বেলা ১১টায় নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ ২ জন নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক বস্তাবর গ্রামের আলহাজ্ব ওসমান গণী মন্ডলের ছেলে আব্দুল্লাহ আজমী মান্না (৩১) ও তার ভায়রা ভাই কালুপাড়া বুধুপাড়া গ্রামের আনছার আলীর ছেলে সেনা সদস্য ফরহাদ হোসেন (২৮) মোটর সাইকেল যোগে বস্তাবর থেকে ধামইরহাট বাজারে আসছিলেন। পথে আমাইতাড়া-বীরগ্রাম সড়কের চাঁনকুড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের (মেসি) সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী আব্দুল্লাহ আজমী মান্না নিহত হন।

সেনা সদস্য ফরহাদ হোসেন সুমন কে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারও মৃত্যু ঘটে। সেনা সদস্য ফরহাদ হোসেন যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মুহা. রবিকুল ইসলাম জানান, পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে। তবে ওই ট্রাক্টরের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানায়, জেলার সর্বত্র লাইসেন্স বিহীন ট্রাক্টরের দৌরাত্মে অন্যান্য যানবাহনসহ পথচারীদের পথচলা দুঃসাধ্য হয়ে পড়েছে। কৃষি জমি চাষের জন্য এসব ট্রাক্টর জেলার প্রধান সড়কগুলো দিয়ে অবাধে চলাচল করায় সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা-ঘাটগুলো দ্রুত নষ্ট হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।

(বিএম/এএস/মার্চ ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test