E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় অগ্নিকান্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত

২০১৭ মার্চ ০১ ১৬:৫৭:৩৮
মান্দায় অগ্নিকান্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দিনগত রাত ১০ টার দিকে নওগাঁর মান্দায় অগ্নিকান্ডের ঘটনায় দুইটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। পুড়ে মারা গেছে ৪টি গরুসহ হাঁস-মুরগি। উপজেলার বারিল্যা পূর্বপাড়া গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে মশার উপদ্রব থেকে গবাদি পশুকে বাঁচাতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে দেন গৃহকর্তা আব্দুর রাজ্জাক। গোয়ালঘরের কয়েল থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মূহুর্তে তা ছড়িয়ে পড়ে প্রতিবেশি সোনাভান বিবির বাড়িতেও। প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বসতবাড়ি দুটি ভস্মীভূত হয়। এতে ৪টি গরুসহ বেশকিছু হাঁস-মুরগি পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাক দাবি করেন, অগ্নিকান্ডে তাদের ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। এদিকে বুধবার দুপুরে ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ১৬ হাজার টাকা, দুই বস্তা চালসহ পরিধেয় বস্ত্র প্রদান করা হয়েছে।

ইউএনও নুরুজ্জামান জানান, ত্রাণ তহবিলের অর্থায়নে হতদরিদ্র সোনাভান বিবির বসবাসের জন্য একটি ঘর নির্মাণসহ আসবাবপত্রের ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক ব্যক্তিগতভাবে ওই পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন।

(বিএম/এএস/মার্চ ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test