E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষার্থী ২ জন, দায়িত্বে ১০ জন

২০১৭ মার্চ ০১ ১৭:২৮:২১
পরীক্ষার্থী ২ জন, দায়িত্বে ১০ জন

মাগুরা প্রতিনিধি : মাগুরার  মহম্মদপুর উপজেলা সদরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় আজ বুধবার বিকালে কম্পিউটার (তত্ত্বীয়) বিষয়ে মহম্মদপুর বালিকা  উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইজন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য দায়িত্ব পালন করছেন ১০ জন।

কেন্দ্র সূত্র জানায়, ওই দুই পরীক্ষার্থীর নাম সজিব কুমার রায় ও মো. শাকিল মিয়া। তারা সদরের আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন থেকে পরীক্ষা দিচ্ছেন। যশোর শিক্ষা বোর্ডের অধীনে তারা অনিয়মিত (২০১৬ সালের সিলেবাস) হিসেবে পরীক্ষায় অংশ নিচ্ছে।

দুই পরীক্ষার্থী আর.এস.কে.এইচ ইনস্টিটিউশনের ছাত্র ও সেখানে মূল কেন্দ্র হওয়ায় নিয়মানুযায়ি তারা পাশ্ববর্তী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাটি বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে। এই দুই জন ছাড়া উপজেলার চারটি মূল কেন্দ্র ও ভেন্যুসহ আটটি কেন্দ্রে কোন পরীক্ষার্থী নাই।

কেন্দ্র সচিব এ.কে.এম নাসিরুল ইসলাম বলেন, একজন কেন্দ্র সচিব. সহকারি কেন্দ্র সচিব, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, হল সুপার, কক্ষ পরিদর্শক, পুলিশ সদস্য, দুইজন অফিস সহকারি, দুইজন পিয়নসহ সহ মোট ১০ জন দায়িত্ব পালন করছেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) চৌধুরী রওশন ইসলাম বলেন,‘পরীক্ষা কেন্দ্রে এমন ঘটনা মাঝে মধ্যে ঘটে। পরীক্ষার্থী সংখ্যা যাই হোক আয়োজন- প্রস্তুতি ও জনবল সবই একই থাকে।’

(ডিসি/এএস/মার্চ ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test