E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূঞাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

২০১৭ মার্চ ০১ ১৮:১৬:৩৩
ভূঞাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা উপলক্ষে ভূঞাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। প্রধানমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে সারা টাঙ্গাইল জেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শতভাগ বিদ্যুতায়িত উপজেলা উদ্বোধনকে কেন্দ্র উপজেলা পরিষদ চত্ত্বর বর্ণিল সাজে সাজানো হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান, বিদ্যুৎ বিভাগের উপ-প্রধান ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান খান, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, টাঙ্গাইলের বিভিন্ন পৌরসভা মেয়র, বিদ্যুৎ বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানাগেছে, ভূঞাপর উপজেলায় ৪০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি ও ৬০ ভাগ বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি। উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করতে মোট ৮২৬ কিলোমিটার লাইন নির্মাণে ব্যয় হয়েছে ১২৩.৯০ কোটি টাকা। এরমধ্যে ৩১০ কিলোমিটার লাইন নির্মাণে পল্লী বিদ্যুৎ ব্যয় করেছে ৪৬.৫ কোটি টাকা এবং ৫১৬ কিলোমিটার লাইন নির্মাণে পিডিবি(বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) ব্যয় করেছে ৭৭.৪০ কোটি টাকা।

পিডিবি ও পল্লী বিদ্যুৎ মিলে উপজেলায় মোট বিদ্যুৎ সংযোগ রয়েছে ৩৯ হাজার ৫২০টি। এরমধ্যে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে ১২ হাজার ৫২০ এবং পিডিবি’র সংযোগ দেয়া হয়েছে ২৭ হাজার।

(আরকেপি/এএস/মার্চ ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test