E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে স্ত্রী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০১৪ জুন ১৭ ২০:৩১:৩৯
নোয়াখালীতে স্ত্রী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সূবর্ণচর (চরজব্বর) উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামে আয়েশা খাতুন নামের এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনকে মৃত্যুদণ্ড  দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) মো. সাঈদ আহমেদের আদালতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের তোফায়েল আহমদের ছেলে খলিল মিয়া, আব্দুল মিয়া ও মেয়ে আনোয়ারা বেগম।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০০৫ সালের ২৬ মে পারিবারিক কলহের জের ধরে আয়েশা খাতুন নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে তার স্বামী খলিল ও পরিবারের লোকজন। হত্যার পরে নিহতের মৃতদেহ বাড়ির পাশের একটি ধানখেতের মধ্যে ফেলে রাখে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত আয়েশার মা ছকিনা খাতুন বাদী হয়ে দ-প্রাপ্তদের আসামি করে চরজব্বর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার আসামি খলিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। অপর দুই আসামি আব্দুল মিয়া ও আনোয়ারা বেগম পলাতক রয়েছেন।

নারী ও শিশু দমন আদালতের পিপি হুমায়ন কবির হিরু জানান, রাষ্ট্রপক্ষ মামলার আসামিদের বিরুদ্ধে তথ্য এবং যুক্তি সঠিকভাবে উপস্থাপন করায় আদালত আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন। এতে রাষ্ট্রপক্ষ খুশি।

(ওএস/এস/জুন ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test