E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় তাজুল দিবস পালিত

২০১৭ মার্চ ০২ ১৬:১৬:১৫
নওগাঁয় তাজুল দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ সরকারের গুন্ডাবাহিনীর হামলায় নিহত কমিউনিস্ট নেতা, শ্রমিক আন্দোলনে কিংবদন্তীর সংগঠক, মুক্তিযোদ্ধা ও প্রাক্তন ছাত্রনেতা কমরেড তাজুল ইসলামের ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা কমিটির উদ্যোগে শহরের জেলা পরিষদ পার্কের দক্ষিন গেইটে পার্টির জেলা কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। পার্টির জেলা কমিটির সভাপতি মহসীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালন করেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন। বক্তব্য রাখেন, কবি ও গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদ্যুত ফৌজদার, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মুর্ত্তজা রেজা, স্থানীয় গণফোরাম নেতা মোহাম্মদ বিন আলী পিন্টু, জেলা কমিটির সদস্য আলীমুর রেজা রানা, এ্যাডভোকেট মোমিনুল ইসলাম স্বপন, ফায়জানুর রহমান রায়হান, খেলাঘরের আব্দুল ওয়াদুদ, ছাত্রনেতা শামীম আহসান প্রমুখ। সভার শুরুতে শহীদ তাজুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে ও এক মিনিট নিরবতা পালন করে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সব শেষে অধ্যাপক আতাউল হক সিদ্দিকী কমরেড তাজুল স্মরণে স্বরচিত কবিতা ‘স্বপ্নে বসবাস’ আবৃত্তি করেন।

(বিএম/এএস/মার্চ ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test