E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঠাকুরগাঁওয়ের শিশুপার্কটি সংস্কারের অভাবে জরা-জীর্ণ অবস্থা

২০১৭ মার্চ ০২ ১৬:২৩:৫৮
ঠাকুরগাঁওয়ের শিশুপার্কটি সংস্কারের অভাবে জরা-জীর্ণ অবস্থা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের প্রাণ কেন্দ্র আশ্রমপাড়া বল্লেই চলেl আর শহরের সবচেয়ে বড় শিশুপার্কটি আশ্রমপাড়ার ভেতরেইl দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ইভেন্টগুলো জরাজীর্ণ অবস্থাl দেখার যেন কেউ নেইl দোলনা, স্লিপারগুলো ভেঙ্গে পড়েছে অনেক আগেইl বাকি ইভেন্টগুলোর ও একই অবস্থাl

আশ্রমপাড়ার বাসিন্দা প্রদীপ মন্ডল অভিমানের সুরে বলেন, ইভেন্টগুলো ভেঙ্গে যাওয়ার সুযোগে হেরোইন আর ইয়াবাখোররা রাতের আঁধারে লোহা-লক্কড় সব খুলে নিয়ে গেছেl এমনকি গেট গুলো ও নেইl এই শিশুপার্কে খেলেই বড় হয়েছেন দেশ সেরা কার্টুনিষ্ট শিশির ভট্টাচার্য, অভিনেতা লিটু আনাম, গায়ক মাহমুদ জুয়েল, মিউজিশিয়ান বাবু l আগামীতেও এদের মতো কেউ আসবেl কিন্তু কারও যেন কোন দায়িত্ব নেই সংস্কারেরl কোমলমতি শিশুরা পার্কে না খেলতে পেরে শুধু ঘুরেই আসেl

এ ব্যাপার পৌরসভার ০৮ নং কাউন্সিলর নুর ইসলাম নুরু জানান, শিশুপার্কের শেষ সংস্কার হয়েছিল ২০০১/০২ অর্থ বছরেl শিশুদের কথা চিন্তা করে আমি নিজ উদ্দ্যোগে দুটি দোলনার কাজ করে দিয়েছিl আগামী দুইদিনের মধ্যে তা লাগানো হবেl ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন জানান, আগামী বাজেটে শিশু পার্ক সংস্কারের বরাদ্দ রাখা হবেl

(এফআইআর/এএস/মার্চ ০২, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test