E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় আ.লীগের দু’গ্রুপের সংর্ঘষ, আহত ২৫

২০১৭ মার্চ ০২ ১৭:৪৮:০৭
মাগুরায় আ.লীগের দু’গ্রুপের সংর্ঘষ, আহত ২৫

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরের দীঘা ইউনিয়নের পাল্লা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে সংঘর্ষের সময় প্রতিপক্ষের সাতটি বাড়ির দশটি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পাঁচজনকে আটক করেছে পুলিশ । এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শওকত আলীকে মারধোর করে স্থানীয় কয়েকজন যুবক। এই ঘটনার পর ওই গ্রামে উত্তেজনা চলছিল।

রাত সাড়ে আটটার দিকে পাল্লা গ্রামের মোল্যা পাড়ার বাসিন্দা রাতুল ও হিরু নামের দুই জনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মো. মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাদেক আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় একঘন্টা সংঘর্ষ চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে নারীসহ উভয় পক্ষের ২৫জন আহত হন।

গুরুতর আহত, আতিয়ার মোল্যা (৪৫), হিরু মোল্যা (২৫), লিয়াকত (৪০), সুমন মোল্যা (২২) ও জাহাঙ্গীর মোল্যাকে (৫০) মাগুরা সদর হাসপাতাল এবং মিলটন(৩০),মোস্তাফিজ (৫০), হিমা (৪৫), মুক্তা (২৫), আনোয়ার মোল্যা (৫০), কামরুল মোল্যা (৪৫), আবীর মোল্যা (৪০), কুদ্দুস (৩২) ও আদরকে (১৬ মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের সময় ওই গ্রামের মোস্তাফিজ মোল্যা, মাহফুজ মোল্যা, জাহাঙ্গীর মোল্যা, দেলোয়ার মোল্যা, হাফিজার মোল্যা, সাত্তার মোল্যা ও চঞ্চল মোল্যার ১০টি ঘরে ভাংচুরের ঘটনা ঘটে।

পরে পুলিশ গ্রাম থেকে সংঘর্ষে জড়িত সন্দেহে হাফিজার মোল্যা, ঝন্টু মোল্যা, জয়দার মোল্যা, ইদ্রিস মোল্যা ও শুকুর মোল্যা নামের ৫ ব্যক্তিকে আটক করে।

মহম্মপুর থানার অফিসার ইনচার্জ থানার (ওসি) মো: তরিকুল ইসলাম ইসলাম বলেন এখন পরিস্থিতি শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ে করা হয়েছে। ।

(ডিসি/এএস/মার্চ ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test