E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীর শ্রেষ্ঠ অধ্যক্ষ দেলওয়ার হোসেন, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক পরিমল হাওলাদার

২০১৭ মার্চ ০৩ ১৬:১৯:৩২
পটুয়াখালীর শ্রেষ্ঠ অধ্যক্ষ দেলওয়ার হোসেন, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক পরিমল হাওলাদার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) নির্বাচিত হয়েছেন মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলওয়ার হোসেন এবং পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন একই কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক পরিমল কুমার হাওলাদার।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে পটুয়াখালী জেলার বাছাই কমিটি এই পুরস্কার ঘোষণা করেন এবং তাদেরকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত করেন।

উল্লেখ্য, ২০০০ সালে অধ্যক্ষ মোঃ দেলওয়ার হোসেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণ পদক গ্রহণ করেন। একই কলেজের প্রভাষক পরিমল কুমার হাওলাদার গত বছরও পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এ বছর মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ রেজওয়ান রাতুল তাৎক্ষনিক অভিনয়ে বরিশাল বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে।

(এমকেআর/এএস/মার্চ ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test