E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রতিবাদ মিছিলের প্রস্ততি

২০১৭ মার্চ ০৩ ১৬:৫৭:৫৪
ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রতিবাদ মিছিলের প্রস্ততি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে ল্যাংটা পাগলের আস্তানায় ওরশের নামে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে স্থানীয়দের অভিযোগ প্রতিবাদ মিছিলের প্রস্ততি।

জানা যায়, উপজেলার কৈচাপুর ইউনিয়নের পূর্ব দর্শার পাড় গ্রমের মৃত হাতেম আলীর স্ত্রী হাজেরা খাতুন ও তার পরিবারের সদস্যদের মাধ্যমে প্রতি বৎসরের ন্যায় আগামী ৪ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী এই অসামাজিক কার্যকলাপ অনুষ্ঠিত হবে।

উক্ত কার্যকলাপ বন্ধ করতে স্থানীয়রা গত ১ মার্চ উপজেলা নির্বাহী অফিসার ও হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের প্রেক্ষিতে আরও বেপরোয়া হয়ে উঠেছে হাজেরা ও তার পরিবারের সদস্যগণ, স্থানীয় সাংসদ,জেলা প্রসাশকসহ পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষের সাহায্য পেতে উঠে পড়ে লেগেছে। অভিযোগে প্রকাশ, এলাকাবাসীর বাধা নিষেধসত্ত্বেও অজ্ঞাত কারণে প্রশাসন কার্যকারী ভূমিকা পালন করছে না। দিনদিন যুব সমাজ মাদকাসক্ত ও নৈতিক চরিত্রহীন হয়ে পড়ছে।স্থানীয় ভাবে বৃদ্ধি পাছে চুরি ও ছিনতাইয়ের মত ঘটনা এ ছাড়াও রাতব্যাপী চলে বিভিন্ন ধর্মকে নিয়ে কুটক্তি মূলক গানের আসর। স্থানীয় ভাবে বিষয়টির সমাধান পেতে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞার ডাকে ২ মার্চ এলাকাবাসী সহ হাজেরার পরিবারের সদস্যগণ অত্র থানায় উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করেও সমাধান হয়নি।

৩মার্চ সকাল ১০টায় থানা চত্বরে পুনরায় সমাধানের চেষ্টায় আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানাযায়। ল্যাংটা পাগলের আস্তানায় ওরশের নামে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধ না হলে বাদ জুম্মা অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য উপজেলা উলামা ও আল্লামা পরিষদের উদ্যোগে মুসুল্লিদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে । প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা উলামা ও আল্লামা পরিষদের সভাপতি মুফতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি মাওলানা ইউনুস আলী,সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উলামাগণ। এ বিষয়ে হাজেরার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন,শুক্রবার সকালে স্থানীয় ব্যক্তিসহ হাজেরার পরিবারের সদস্যদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন।

(জেসিজি/এএস/মার্চ ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test