E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দাউদকান্দিতে জনতা ব্যাটারীর দোকানে দুর্ধর্ষ চুরি

২০১৭ মার্চ ০৬ ১৫:৩৪:০৫
দাউদকান্দিতে জনতা ব্যাটারীর দোকানে দুর্ধর্ষ চুরি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : রবিবার দিবাগত রাতে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড’র জনতা ব্যাটারীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

৫ মার্চ রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গৌরীপুর বাসস্ট্যান্ড’র ঐতিহ্যবাহী জনতা ব্যাটারী হাউজের তালা ভেঙ্গে একদল চোর নগদ ৯০ হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

জনতা ব্যাটারীর মালিক মোঃ নূরে আলম জনান,‘আমি সব সময় দোকানের সার্টার ও কলাপস্বিল গেইটে ডাবল তালা দিয়ে বের হই। আমি লুকাস ও বলভো ব্যাটারীর ডিলার হওয়ায় গতপরশু পর্যাপ্ত পরিমাণ নতুন মালামাল আসে দোকানে। আর সে জন্যই আমি গতকাল রাতে আরো সতর্কতা অবলম্বন করে সব কিছু ঠিকঠাক আছে কিনা তা নিজেই তদারকি করি। কিন্তু কি ভাবে চোরের দল প্রায় সবগুলো তালা ভেঙ্গে এই ঘটনটা ঘটায় তা আমার বুঝে আসছে না’!

তিনি আরো বরেন,‘ সারা দিনের আমাদানীর ৯০ হাজার টাকা ক্যাশে ছিল। ওই টাকা সহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল’। এ চুরির ব্যাপারে নিকটস্থ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এদিকে জনতা ব্যাটারীর পার্শ্বেই রাফাত ব্যাটারী সার্ভিস সেন্টারের মালিক কাইয়ুম তালুকদার জানান, ‘আমার দোকোনের তালা ভেঙ্গেও চোরেরা ৪টি নতুন ব্যাটারী নিয়ে যায়। যার মূল প্রায় ৮০ হাজার টাকা।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ব্যবসায়ী এ ব্যাপারে বলেন,‘ গৌরীপুর বাসস্ট্যান্ডটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হওয়ায় এসব দোকানপাটে প্রায় সারারাতই লোকজন থাকে। তা ছাড়া হাইওয়ে পুলিশকেও এই রাস্তায় সার্বক্ষণিক পাহাড়া দিতে দেখা যায়। এরপরেও কি করে এসব ডাকাতির মত-চুরির ঘটনা ঘটতে পারে? এটি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’

(এএএস/এএস/মার্চ ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test