E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে এসএসসি পরীক্ষার্থীকে মারপিটের ঘটনায় বিক্ষোভ মিছিল

২০১৭ মার্চ ০৬ ১৭:১৭:০০
চাটমোহরে এসএসসি পরীক্ষার্থীকে মারপিটের ঘটনায় বিক্ষোভ মিছিল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে এসএসসি পরীক্ষার্থী আরিফুল ইসলাম বখাটের মারপিটে আহত হবার ঘটনায় বিচারের দাবিতে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

আরিফুল ইসলাম উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে নিমাইচড়া আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

সোমবার সকালে উপজেলার নিমাইচড়া আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাজ বাজারের সবুজ চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নিমাইচড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয় ও কে এম কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী বিক্ষোভ মিছিল সমাবেশ করে।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী আরিফুল ইসলাম, নিমাইচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী গৌরাঙ্গ কুমার সূত্রধর, কে এম কিন্ডার গার্ডেন স্কুল-এর অধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ ও সাবেক ছাত্র জিহাদ হাসান প্রমূখ। বক্তারা অবিলম্বে এসএসসি পরীক্ষার্থী আরিফুলের উপর হামলাকারীদের সনাক্ত করে বিচারের দাবি জানান।

আহত শিক্ষার্থীর বাবা জালাল উদ্দিন জানান, সম্প্রতি নিমাইচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় এলাকার কয়েকজন বখাটে মেয়েদের উক্তত্য করছিলো। এ সময় আরিফুল এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রোববার সকালে আরিফুল চাটমোহরে এসএসসি ব্যবহারিক পরীক্ষা (জীব বিজ্ঞান) দিতে আসার সময় ধর্মগাছা এলাকায় সিএনজি থেকে তাকে নামিয়ে মারপিট করে পালিয়ে যায় ওই বখাটে যুবকরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আরিফুলের পিতা জালাল উদ্দিন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা দেয়। আশানুরুপ পরীক্ষাও দিতে পারেনি সে। চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সে এখনও চিকিৎসাধীন রয়েছে।

ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে বখাটেরদের নাম প্রকাশ করা হয়নি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

(এসএএইচএম/এএস/মার্চ ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test