E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা, আটক ১

২০১৭ মার্চ ০৭ ১৪:৫৪:০৬
ত্রিশালে গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা, আটক ১

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আনারুলকে মারধর ও গাড়ি ভাংচুরের ঘটনায় ত্রিশাল থানা মামলা হয়েছে। গণপিটুনির পর গ্রেফতার করা হয়েছে ঘটনার সাথে জড়িত জিলানী নামের একজনকে।

জানা যায়, গত সোমবার শ্রমিকদের কাছে টাকা দাবি করে জিলানীসহ কয়েকজন সহযোগী। মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক টাকা দিতে অস্বীকার করায় সাধারণ সম্পাদক আনারুলকে মারধর করে এবং লেগুনা স্টান্ডে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় বিচারের দাবিতে শ্রমিক সংগঠনের নেতারা এক ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে। এ সময় ঘটনার সাথে জড়িত জিলানীকে ত্রিশাল সাহিত্য সাংস্কৃতিক অফিস থেকে টেনে নামিয়ে গণপিটুনি দেয় এবং পুলিশের কাছে সোপর্দ করে।

মঙ্গলবার সকালে মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আনারুল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও কয়েকজন অজ্ঞাত আসামী করে। ত্রিশাল থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী অফিসার সেলিম আহমেদ জানান, গাড়ি ভাংচরের ঘটনায় একটি মামলা হয়েছে। এবং একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মটর মালিক সমিতির সাধারন সম্পাদক আনারুল জানান, কয়েকজন চাদাবাজ মিলে সাংবাদিকের কার্ড ঝুলিয়ে চাঁদাবাজি করে থাকে। তাদের চাঁদা থেকে চা দোকানদারও রেহায় পায়না। আর এসকল সাংবাদিক সিন্ডিকের কাছে জিম্মি হয়েছে পড়েছে ত্রিশাল উপজেলার নিরীহ জনগণ। গত কয়েকদিন পূর্বে এ সকল হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

(এমএন/এএস/মার্চ ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test