E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

২০১৭ মার্চ ০৮ ১১:৫৯:৩৮
ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের পাকুল্ল্যা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে প্রায় ২৫ কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে মহাসড়কে ৩টি ট্রাক বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যে বিকল ট্রাকগুলো পুলিশ সরিয়ে নিলেও অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট অব্যহত রয়েছে। এতে করে যাত্রীদের ভোগান্তীতে পড়তে হচ্ছে।

গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ খলিলুর রহমান পাটোয়ারী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অন্তত তিনটি স্থানে সকালের দিকে ৩টি ট্রাক বিকল হলে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এক ঘন্টা পর বিকল ট্রাকগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলে আবার যানচলাচল শুরু হয়।তবে অতিরিক্ত গাড়ীর চাপের কারণে কোথাও কোথাও যানজটের দেখা দিতে পারে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।

এদিকে সকাল থেকে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রী সাধারণরে চরম ভোগান্তীতে পড়তে হচ্ছে।

উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত চারলেনের কাজ চলছে। এদিকে উত্তরবঙ্গের ২৬টি জেলার ৯২টি রোডসহ ১২২ রোডের যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করায় রাস্তায় যানবাহনের চাপ বেশি থাকছে। যার কারণে এ মহাসড়কে যানবাহন চলাচল এমনিতেই ধীর গতি রয়েছে। এর মধ্যে ফিটনেজ বিহীন যানবাহন রাস্তায় বিকল হওয়া ও ছোট খাটো দুর্ঘটনার কারণে মাঝে মধ্যেই যানজটের সৃষ্টি হচ্ছে।

(এনইউ/এসপি/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test