E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজিউর রহমানের পিএইচডি ডিগ্রী লাভ

২০১৭ মার্চ ০৮ ১৫:০২:৪০
রাজিউর রহমানের পিএইচডি ডিগ্রী লাভ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাজিউর রহমান তাঁর "Trends of Cyber Crimes in Bangladesh : Legal and Ethical Issues" অভিসন্দর্ভ এর জন্য পিএইচডি ডিগ্রী লাভ করেছেন।

গত ০৬ মার্চ অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৩৩ নং সিন্ডিকেটে তিনি এ ডিগ্রী লাভ করেন। তাঁর এ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফসর ডঃ শাহজাহান মন্ডল। সভাপতি ছিলেন প্রফেসর ডঃ এম বদরুদ্দিন ও বিশেষজ্ঞ ছিলেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডঃ মানিক চক্রবর্তী।

তিনি সৈয়দা ফাতেমা ও খোন্দকার মোঃ হামিদুর রহমানের একমাত্র পুত্র। ইতিপূর্বে তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টার এন্ড সলিসিটর কোর্স সম্পন্ন করেন। দেশ-বিদেশের প্রখ্যাত জার্নালে তার একাধিক প্রকাশনা রয়েছে। ভবিষ্যতে তিনি বাংলাদেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে চান।

(পিএম/এএস/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test