E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে নারী সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন

২০১৭ মার্চ ০৮ ১৬:৩৩:৪৬
ত্রিশালে নারী সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন

মোস্তাফিজ নোমান, ত্রিশাল : নারী পুরুষের সমতায় উন্নয়নের মাত্রা বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা ১৮র আগে বিয়ে নয় এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ত্রিশালের আয়োজনে বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে নারী সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ত্রিশালের মাঠ সংগঠক স্বপন কুমার ভৌমিকের পরিচালনায় ও জেলা ব্যবস্থাপক শালমি সালমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ চাঁন মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,সমাজ সেবা কর্মকর্তা মোরশেদুল ইসলাম,ত্রিশাল প্রেসক্লাবের সি.সহসভাপতি রফিকুল ইসলাম শামীম, ছাইদুল ইসলাম,আমির ফয়সাল,মেহনাজ আফরোজ প্রমুখ। সমাবেশ শেষে মোমবাতী প্রজ্বলন করে বাল্য বিয়েকে না বলা হয়।

এসময় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বলেন বর্তমান সরকার নারীদের অধিকার প্রতিষ্টার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বাল্য বিয়ে ত্রিশাল গড়তে আমরা কাজ করে যাচ্ছি। একটি সুন্দর জাতি উপহারের জন্য যেমন একজন মা প্রয়োজন তেমনি সমাজ ব্যবস্থা উন্নত করার জন্য নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন প্রয়োজন।

(এমএন/এএস/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test