E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপহরণ না করেই টাকা আদায়

২০১৭ মার্চ ০৯ ১৫:২১:১২
অপহরণ না করেই টাকা আদায়

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অপহরণ না করেও অপহরনের নাটক সাজিয়ে শিরিন নামের এক মহিলার কাছ থেকে ২০হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক বিন আমিন(২৫) নামের এক যুবক। পুলিশ ঘটনার পরপরই মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে প্রতারককে আটক করতে সক্ষম হয়।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার বাসিন্দা শিরিন আক্তার দির্ঘ দিন যাবত ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় বসবাস করে আসছিল। গত বুধবার তার ছেলে সাদিকুল(১৪) স্কুলে গেলে প্রতারক বিন আমিন শিরিন আক্তারকে ফোন করে ছেলেকে অপহরণের কথা বলে ২০ হাজার টাকা দাবি করে এবং অন্য একটি ছেলের কান্না শুনায়। টাকা দিলে ছেলেকে ছেড়ে দেবে বলে আস্বস্ত করলে মা শিরিন আক্তার বাসা থেকে ২০ হাজার টাকা এনে অপহরণকারীর দেয়া বিকাশ নাম্বারে প্রদান করেন। পরে শিরিন আক্তারকে ফোন করে জানানো হয় ময়মনসিংহ শহরের ব্রীজ মোড়ে ছেলেকে রেখে এসেছে। শিরিন আক্তার ব্রীজ মোড়ে ছেলেকে খোঁজে না পেয়ে স্কুলে গিয়ে দেখে সেখানে পড়াশোনা করছে। এ ঘটনা তাৎক্ষনিক ত্রিশাল সার্কেল সিনিয়র এএসপি আল আমিনের কাছে আসলে তিনি মোবাইল ট্রেকিং করে রাতেই ত্রিশাল উপজেলার সতেরপাড়া থেকে প্রতারক বিন আমিন(২৫) কে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে শিরিন আক্তার জানান, আমাকে মোবাইলে ফোন দিয়ে ছেলেকে অপহরনের কথা বলে এবং ছেলের কান্নাকাটি শুনায় তবে আমার সাথে কথা বলতে দেয়া হয়নি। ফোন কাটতে নিষেধ করে আমাকে দ্রুত টাকা দিতে বলে ও ফোন কেটে দিলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। ভয়ে আমি বিশ হাজার টাকা বিকাশে দিয়ে দিই।

এ ব্যাপারে ত্রিশাল সার্কেলের এএসপি আল আমিন জানান, অভিনব কায়দায় প্রতারনা শুরু করেছে। অপহরণ না করেও নাটক সাজিয়ে টাকা আদায়ের ঘটনায় একদিনের মধ্যে আমরা প্রতারককে আটক করতে সক্ষম হয়েছি। বিষয়টি আরও ক্ষতিয়ে দেখা হচ্ছে।

(এমএন/এএস/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test