E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধার ৫ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

২০১৭ মার্চ ০৯ ১৬:১২:১৬
গাইবান্ধার ৫ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

গাইবান্ধা প্রতিনিধি : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার আব্দুল জব্বারসহ ৫ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৪টি অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এসব অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি।
এই মামলায় ৬ আসামির মধ্যে মো. রঞ্জু মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন। মামলার পলাতক আসামিরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা একাত্তরে স্থানীয় শান্তি কমিটির সেক্রেটারি আবদুল জব্বার মণ্ডল, জাসিজার রহমান ওরফে খোকা, আবদুল ওয়াহেদ মণ্ডল ও মমতাজ আলী বেপারী। তবে মামলার অন্য আসামি আজগর হোসেন খান মারা যাওয়ায় তার নাম অভিযোগ পত্র থেকে বাদ দেওয়া হয়।

উল্লেখ্য, ৬ আসামির বিরুদ্ধে গত ২৬ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

(এসআইআর/এএস/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test