E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

৩৭ লাখ টাকা ঘুষ গ্রহণ

দুদকের দুই কমকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

২০১৪ জুন ১৮ ১৩:০৫:২৮
দুদকের দুই কমকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

ডেস্ক রিপোর্ট : দুর্নীতি দমন ও প্রতিরোধে নিয়োজিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে বিভাগীয় মামলা করেছে দুদক।

অভিযুক্ত দুদক কর্মকর্তারা হলেন- প্রধান কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা ও বগুড়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ হোসেন।

দুদক সুত্র জানায়, এক ব্যবসায়ীর কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে ৩৭ লাখ টাকা ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে ওই দুই উপ-পরিচালকের বিরুদ্ধে।

সুত্র আরো জানায়, অনুসন্ধানে ৩৭ লাখ টাকা ঘুষ নেয়া এবং আরও ২০ লাখ টাকা ঘুষ দাবির তথ্য পায় দুদক। এ অভিযোগ যাচাই-বাছাইয়ের পর আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে অভিযুক্ত দুই কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, শোকজ নোটিশে দুর্নীতি দমন কমিশন কর্মচারী চাকরি বিধিমালা ২০০৮ অনুযায়ী আত্মপক্ষ সমর্থন করে অভিযোগের বিষয়ে প্রমাণসহ জবাব দিতে বলা হয়েছে। প্রমাণ দিতে ব্যর্থ হলে আরও অধিকতর অনুসন্ধানের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এইচআর/জুন ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test