E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারী শিক্ষার উন্নয়নে রানীনগর মহিলা কলেজ জাতীয়করণের দাবি

২০১৭ মার্চ ০৯ ১৭:৪২:৪২
নারী শিক্ষার উন্নয়নে রানীনগর মহিলা কলেজ জাতীয়করণের দাবি

নওগাঁ প্রতিনিধি : সরকার ঘোষিত প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণ কর্মসূচীর আওতায় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সকল শর্তে স্বত্ববান নওগাঁর রানীনগর মহিলা কলেজকে জাতীয়করনের তালিকাভুক্ত করার দাবিতে কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ সকল শ্রেণীপেশার মানুষ এখন সোচ্চার। কলেজটি জাতীয়করণের তালিকাভুক্ত না করায় ওই কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে স্থানীয় এমপির ডিও লেটার ছাড়া মাত্র ২৭ শতাংশ জমির ওপর স্থাপিত ও ৩শ’ জন শিক্ষার্থী বিশিষ্ট শেরে বাংলা ডিগ্রী কলেজের নাম জাতীয়করণের তালিকা থেকে বাদ দিয়ে রানীনগর সদরে ৩ একর ৫৫ শতক জমির ওপর অবস্থিত ১২শ’ শিক্ষার্থী বিশিষ্ট এবং স্থানীয় এমপির ডিও লেটার দেয়া রানীনগর মহিলা কলেজকে জাতীয়করণের দাবিতে এলাকাবাসী এখন একাট্টা। নারী শিক্ষার প্রসার ও উন্নয়নসহ উচ্চ শিক্ষার সুযোগ উন্মোচনের স্বার্থে সর্বজন প্রশংসিত রানীনগর মহিলা কলেজকে জাতীয়করণ করার জন্য ইতোমধ্যেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে আবেদন করা হয়েছে।

অপরদিকে রানীনরগর উপজেলার শেরে বাংলা ডিগ্রী কলেজকে জাতীয়করনের শর্ত ভঙ্গ করে জাতীয়করন করায় হাইকোর্টে একটি রিট পিটিশন (নং-৬৩/২০১৭) করা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের বেঞ্চ চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচীব, প্রধানমন্ত্রীর একান্ত সচীব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ১০জনকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। সোমবার আদেশের সত্যায়িত কপি প্রকাশ করা হয়।

এ ব্যাপারে স্থানীয় এমপি ইসরাফিল আলম জানান, বিগত ২০০২ সালে রানীনগর মহিলা কলেজটি ডিগ্রী এমপিও ভুক্তির পাশাপাশি ২০১১ সাল থেকে কলেজে বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু আছে। সমাজবিজ্ঞান, সমাজকল্যান, দর্শন, ইতিহাস, ইসলামের ইাতহাস ও সংস্কৃতি, অর্থনীতি এবং ভূগোল অনার্স প্রক্রিয়াধীন। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি এবং ডিগ্রী প্রোগ্রাম চালু আছে। কলেজটিতে সরকারী ও স্থানীয় উদ্যোগে ৩টি ভবন বিদ্যমান আছে এবং শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চারতলা নতুন ভবন নির্মানের কাজ (২য় তলার কাজ সম্পন্ন) চলমান রয়েছে। কলেজে প্রায় ১২শ’ ছাত্রী অধ্যয়ন করছে। তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় রানীনগর মহিলা কলেজটি জাতীয়করন করা একদিকে যেমন এলাকাবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী, অন্যদিকে আমাদের রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গীকারও। তিনি রানীনগর মহিলা কলেজকে জাতীয়করন করার দাবীতে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টমহলে পত্র দিয়েছেন এবং এই কলেজটি জাতীয়করনের জন্য সরকারি নীতিমালা অনুসারে ডিও লেটারও দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

(বিএম/এএস/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test