E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক দিয়ে

২০১৭ মার্চ ১১ ১৬:৪৯:০৯
ঈশ্বরগঞ্জে ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক দিয়ে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪টিতে দীর্ঘদিন যাবত কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৪জন প্রধান শিক্ষক ও ৫৩জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকাতে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছে। ভারপ্রাপ্ত শিক্ষকরা প্রশাসনিক দায়িত্ব পালন, উপজেলা ও জেলা শিক্ষা অফিসে যাতায়তের ফলে শ্রেণিকক্ষে ক্লাস নিতে পারছেন না। এর ফলে সহকারী শিক্ষকদের উপর বাড়ছে ক্লাসের বোঝা। বিভিন্ন সময় প্রধান শিক্ষকরা অবসর গ্রহণ করলেও শূন্য পদে নতূন নিয়োগ কিংবা সহকারী শিক্ষকদের পদোন্নতি না হওয়ার ফলে শূন্যপদ পূরণ হচ্ছে না বলে জানা যায়।

অনেক প্রতিষ্ঠানে দেখা যায় বছরের পর বছর কার্যক্রম চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। যার ফলে বিদ্যালয়গুলোতে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। শূন্য পদের কারণে অতিরিক্ত ক্লাসের চাপ ও শ্রেণিতে শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষকরা চাইলেও পাঠদানে মনোযোগী হতে পারছেন না। এ অবস্থায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সুফল পেতে হলে শূন্য পদে নিয়োগ প্রদান করা জরুরী হয়ে পড়েছে।

উত্তর ভাটিরচর নওপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.চাঁন মিয়া আক্ষেপ করে বলেন, ২০০৪ সাল থেকে ভারপ্রাপ্ত হিসেবে আছি এখনও ভারমুক্ত হতে পারলাম না।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক জানান, সহকারী শিক্ষকদের শূন্যপদ কয়েকদিনের মধ্যে পূরণ হয়ে যাবে আর প্রধান শিক্ষকের শূন্য পদের ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

(এনআইএম/এএস/মার্চ ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test