E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাবনার ভাঙ্গুড়ায় ৮ দিনব্যাপী বইমেলায় উদ্বোধন

২০১৭ মার্চ ১১ ১৮:৪৫:৫১
পাবনার ভাঙ্গুড়ায় ৮ দিনব্যাপী বইমেলায় উদ্বোধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে শনিবার সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ  ৮দিনব্যাপি বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়।

ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী পাঠাগার সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ প্রতি বছরের ন্যায় এবারও বইমেলার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মো. মকবুল হোসেন। সচেতন পাঠাগারের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মো. আফজাল উদ্দিন, আ’লীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, রমজান আলী, ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ, সচেতনের সাহিত্য সম্পাদক তসলিম হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. মকবল হোসেন এমপি বলেন, সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য যুবকদের প্রতি আহবান জানিয়েছেন বলেন জাতির জনকের আহবানে মুক্তিযুদ্ধে অন্যান্যদের সাথে যুব সমাজ মুখ্য ভূমিকা রেখেছিল। বর্তমান জননেত্রী শেখ হাসিনার জনকল্যাণ সরকার বাংলাদেশকে উন্নত আয়ের দেশে পরিণত করতে নিরলস ভাবে কাজ করছেন। এতে যুব সমাজকে তার পাশে থাকতে হবে। তিনি বলেন যুবকদের সন্ত্রাস, জঙ্গি ও মাদক থেকে দূরে থাকতে হবে।

মেলায় মোট ২৮টি স্টল রয়েছে। এর মধ্যে উদ্বোধনী দিনে ১০টি বইয়ের স্টলেই ভীড় ছিল। এসব স্টল থেকে সুধিজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের বই কিনতে দেখা যায়। মেলা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এসময় সান্ধ্যকালীন আসরে নিয়মিত স্কুল ম্যাগাজিন, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ছাড়াও প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

(ওএস/এএস/মার্চ ১১, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test