E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় শ্যামলের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

২০১৭ মার্চ ১৩ ১৮:০০:৪৪
নওগাঁয় শ্যামলের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের ৬ষ্ঠ সেমিস্টারের কম্পিউটার ট্রেডের ছাত্র শ্যামল চন্দ্র বর্মনের খুনিদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে সোমবার সকাল ১০টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এই দাবিতে শহরের মুক্তির মোড় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ পলিটেকনিক ইনাসটিটিউটের ৭ম সেমিষ্টারের ছাত্র তারিকুল ইসলাম, ৬ষ্ট সেমিষ্টারের আব্দুল্ল্যা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল, নওগাঁ পৌরছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান শিউল প্রমুখ।

বক্তারা বলেন, এখন পযর্ন্ত মুল আসামী নওগাঁ সদরের আরজী নওগাঁ মহল্লার আরমান হোসেন রোমন(১৯) ও একই এলাকার রাশেদ(২২) সহ অন্যান্য আসামীরা এখনও গ্রেফতার হয়নি। তারা পালাতক থেকে তাদের পরিবার দ্বারা ছাত্রদের আন্দোলন বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে মোবাইলে হুমকি প্রদান করছে। ছাত্ররা ক্ষোভ প্রকাশ করে বলেন, অতি স্বত্বর তাদের গ্রেফতার করা না হলে তারা নওগাঁ পলিটেকনিক বন্ধ করে তাদের দাবি আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাবে। তারা হুমকিদাতার নাম ঠিকানা পুলিশকে দেয়ার পরও কোন ব্যবস্থা না নেয়াই ক্ষোভ প্রকাশ করেছে।

শুক্রবার ৯ টার দিকে সন্ত্রাসীরা শ্যামলকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। জখমী শ্যামলকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়। নিহত শ্যামল জেলার পত্নীতলা উপজেলার সোনাপুর গ্রামের গোপাল চন্দ্র বর্মনের ছেলে।

এ বিষয়ে নিহতের পিতা গোপাল চন্দ্র বর্মন নওগাঁ সদর মডেল থানায় বাদী হয়ে ৯ জনের নাস উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামী করে মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করলেও মূল আসামীদের গ্রেফতার করা হয়নি বলে নিহতের সহপাঠিরা জানায়।

(বিএম/এএস/মার্চ ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test