E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ১ হাজার কলাগাছ ও ৩শ’ পেঁপে গাছ কর্তণ

২০১৭ মার্চ ১৩ ১৮:২৮:০৯
মাগুরায় ১ হাজার কলাগাছ ও ৩শ’ পেঁপে গাছ কর্তণ

মাগুরা প্রতিনিধি : সামাজিক দলাদলির ঘটনাকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার ধলহরা খোলারদাড়ি মাঠে প্রতিপক্ষরা তিন কৃষকের ক্ষেতের ১ হাজার ফলবান কলা গাছ, ১শ’ কলার কাধি ও ৩শ’ ধরন্ত পেপে গাছ কেটে ফেলেছে। এতে ওই তিন কৃষকের ৮ লাক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।

রকিবুল ইসলাম মাষ্টার নামে স্থানীয় গ্রামবাসী অভিযোগ করেন, সামাজিক দলাদলি নিয়ে চাউলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বর আওয়ামীলীগ কর্মী আতিয়ার রহমান ও সাবেক মেম্বর আওয়ামীলীগার নাজমুল হোসেনের মধ্যে দির্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। যার জের ধরেই নাজমুল মেম্বর পূর্ব ঘোষণা দিয়ে রবিবার রাতে তার লোকজন দিয়ে আতিয়ার মেম্বর সমর্থিত মোজাম মন্ডলের এক হাজার ফলবান কলাগাছ, রকিবুল ইসলামের (তার নিজের) একশ’ কলার কাঁদি ও উজ্জল মাহমুদের ক্ষেতের ৩ শতাধিক ধরন্ত পেপে গাছ কেটে সম্পূর্ণ কেটে নষ্ট করে ফেলেছে। এতে তিন কৃষকের কমপক্ষে ৮ লাক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন রকিবুল ইসলাম। এ বিষয়ে তারা থানায় মামলা করবেন বলে জানান তিনি।

মোজাম মন্ডল অভিযোগ করেন, তার ক্ষেতের বেশিরভাগ গাছে কলার কাছি ছিল।শত্রুতা করে গাছ কেটে ফেলায় তিনি পথে বসেছেন। মোবাইল না ধরায় অভিযুক্ত নাজমুলের বক্তব্য পাওয়া যায়নি। তবে অন্য এক সংবাদ কর্মীর কাছে তিনি গাছ কাটার অভিযোগ অস্বিকার করেছেন।

মাগুরা সদর থানায় ওসি একেএম আজমল হুদা জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা করেনি। তবে পুলিশ মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ডিসি/এএস/মার্চ ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test