E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পাই দিবস পালিত

২০১৭ মার্চ ১৪ ১৬:৩৯:৪১
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পাই দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ব পাই’ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার গণিত বিভাগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

সকালে গণিত বিভাগের সামনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্তরে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

কর্মসূচিতে বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. পিনাকী দে, একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক মো. বাবুল হোসেন, মো. মুছা মিয়া, মো. মিজানুর রহমান, প্রভাষক মো. সফিকুল ইসলাম ও সঞ্জয় কুমার সাহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

(আরকেপি/এএস/মার্চ ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test