E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০১৭ মার্চ ১৫ ১৪:০৩:১৫
টাঙ্গাইলে বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ প্রতিদিন এর ৭ম বর্ষপূতি ও ৮ম বর্ষে পর্দাপর্ণ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে এক আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, টাঙ্গাইল জেলা র‌্যাব কমান্ডার বিণা রানী দাস, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার জহিরুল হক ডিপটি, টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা. টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্ধু প্রতিদিনের টাঙ্গাইল জেলা সভাপতি ওমর ফারুক বিপ্লব। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন টাঙ্গাইলের প্রখ্যাত শিল্পী উর্মি ও ম্যাজিক দেখান বন্ধুপ্রতিদিনের সাধারণ সম্পাদক এরফানুজ্জামান রুনু।

টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমএনইউ/এএস/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test