E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ নির্মাণ

২০১৭ মার্চ ১৫ ১৬:৪২:৫৩
ধামইরহাটে স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ নির্মাণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খেলার মাঠ নির্মাণ করেছে এলাকাবাসী। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত রামনারায়ণপুর মৌজার আতাবুড়া চড়া নামকস্থানে প্রায় ৬ একর উঁচু জমি (চড়া) সংস্কার করে খেলার মাঠ নির্মাণ করা হয়।

ধামইরহাট টেকনিক্যাল কলেজের শিক্ষক মোঃ আসাদুজ্জামান মামুন ও চকপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আবু সালেহ’র নেতৃত্বে মাঠ সংস্কার কাজে ওই গ্রামের প্রায় ২শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

দুপুরে তাদের ভোজের ব্যবস্থা করা হয়। ওই জমির মালিক রামনারায়ণপুর গ্রামের কছিম উদ্দিন, অসিম, জসিম, নায়েব আলী, গোফফার, রবিউল, জহুরুল, আঙ্গুর, জালাল, কালাম, আবু তাহের ও ইসমাইল হোসেন জানান, ধামইরহাট-নওগাঁর আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর ব্রীজ থেকে সামান্য পশ্চিম দিকে এ মাঠের অবস্থান। ওই জমিতে গাছ লাগানো ছিল। এলাকার ছেলেদের খেলার মাঠ না থাকায় জমির মালিকরা গাছ কর্তন করে ওই মাঠটি খেলার মাঠ হিসেবে গড়ে তোলে।

এতে করে রামনারায়ণপুর, শংকরপুর, বিহারীনগর, চকপ্রসাদ, কর্ণাই ও তার আশেপাশের গ্রামের হাজার হাজার যুবকরা এখন থেকে খেলাধুলা করতে পারবে। উপজেলার মধ্যে সবচেয়ে বড় এই মাঠটি এখনও অনেক জায়গা জুড়ে বড় গর্ত ও উঁচু-নিচু রয়েছে। তারা দাবী করেন, সরকারের পক্ষ থেকে মাঠটি যদি সংস্কার করা হয় তবে এ আঞ্চলের মধ্যে এটি হবে সবচেয়ে বড় খেলার মাঠ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া বলেন, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে হলে তাদের কে বেশি বেশি খেলাধুলার সুযোগ দিতে হবে। সরকারের পক্ষ থেকে বরাদ্দ সাপেক্ষে এ মাঠ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।

(বিএম/এএস/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test