E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

২০১৭ মার্চ ১৫ ১৬:৫১:৪৭
মান্দায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দিনগত রাত ৮টার দিকে নওগাঁর মান্দায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে জয়গুন বিবি (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার পাকুড়িয়া শহীদ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জয়গুন বিবি পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের সাহাবুর আলীর স্ত্রী। ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ বুধবার বেলা ১১টার দিকে দাফন করা হয়েছে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে নেয়া ওই সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বারবার বলা হলেও মান্দা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অভিযোগ উঠেছে, পল্লী বিদ্যুতের লোকজনকে ম্যানেজ করে অবৈধভাবে নেয়া এ সংযোগের সুবিধা ভোগ করছিলেন ওই গ্রামের প্রভাবশালী আব্দুল গফুর।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পাকুড়িয়া শহীদ বাজারের মুদি দোকানি আবুল কালামের দোকানঘর থেকে ৩ মাস আগে খোলা তারে নিজ বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেন প্রভাবশালী আব্দুল গফুর। অন্তত ২শ’ মিটার দুর থেকে যাতায়াতের রাস্তার ওপর দিয়ে এ অবৈধ সংযোগ চালু রাখা হয়। সেই সংযোগের তারে জড়িয়ে জয়গুন বিবি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ি করছেন গ্রামবাসী।

নিহত গৃহবধূর স্বামী সাহাবুর আলী জানান, প্রতিবেশি আব্দুল গফুর বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে লুজতারে বিদ্যুৎ সংযোগ নিয়ে অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে স্ত্রী জয়গুন বিবি বাড়ির বাইরে যাবার সময় ঝুলে পড়া তারে জড়িয়ে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে মান্দা থানার পুলিশ বিষয়টি জানা সত্বেও অজ্ঞাত কারনে কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে এলাকাবাসীর অভিযোগ।

মান্দা থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউডি মামলা না হওয়ায় লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করা সম্ভব হয়নি। ইউএনও মোঃ নুরুজ্জামান জানান, খোঁড়া অজুহাত তুলে পুলিশ এর দায়ভার এড়িয়ে যেতে পারে না।

মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিলন কুমার কুন্ডু জানান, অবৈধ সংযোগের তারে জড়িয়ে এক গৃহবধূর মৃত্যুর বিষয়ে তিনি অবহিত হয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

(বিএম/এএস/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test