E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শেরপুর পৌরসভার ৬৬ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

২০১৪ জুন ১৮ ১৬:২৮:৩৫
শেরপুর পৌরসভার ৬৬ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

শেরপুর প্রতিনিধি : শেরপুর পৌরসভার ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৬৬ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ১৮ জুন বুধবার শেরপুর পৌর টাউন হল অডিটরিয়ামে শহর উন্নয়ন সমন্বয় কমিটি ও সাংবাদিকদের উপস্থিতিতে পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে আয় হিসেবে রাজস্ব খাতে ১০ কোটি ৪১ লাখ টাকা এবং বার্ষিক সরকারী মঞ্জুরী, সহ ইউজিপ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৫৬ কোটি ২৭ লাখ টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে। ব্যয়ের খাতে ৯ কোটি ৩২ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং অবকাঠামো নির্মাণ ও নগর উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে ৫৩ কোটি ৮৯ লাখ টাকা সহ সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ২১ লাখ টাকা। এসব উন্নয়ন কর্মকান্ডের মধ্যে রয়েছে আধুনিক অডিটরিয়াম নির্মাণ, রাস্তাঘাট, ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থা এবং বাস টার্মিনালের উন্নয়ন। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার টাকা। এসময় একইসাথে ২০১৩-২০১৪ অর্থ-বছরের জন্য ১৬ কোটি ৭ লাখ টাকার সম্পুরক বাজেটও উপস্থাপন করা হয়।

বাজেট ঘোষণার আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, কাউন্সিলরবৃন্দ, নির্বাহী প্রকৌশলী মো. মুখলেছুর রহমান, সচিব বজলুল করিম বাপ্পী, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম আধার প্রমূখ উপস্থিত ছিলেন ।
(এইচবি/এএস/জুন ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test