E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান

২০১৭ মার্চ ১৬ ১৫:২৪:৩০
দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান এর সভাপতিত্বে প্রতিবন্ধী শিক্ষার্থী ছেলে, মেয়ে ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনূর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ তার বক্তব্যে বলেন ‘‘আলোকিত মুখ দেখার জন্য ,আলোকিত মানুষ গড়তে হবে’’ অর্থাৎ বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠির জন্য ইতিমধ্যে নানা কর্মসূচী হাতে নিয়েছে তাদের সমাজের মূল স্রোতের সাথে একীভূত করার জন্য তারা বিচ্ছিন্ন কেউ নয়। তাদেরকে শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বাস্থ্যসেবা সহ এ জনগোষ্ঠিকে জনশক্তিতে পরিনত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

এর অংশ হিসাবে দুর্গাপুর উপজেলায় ২২৬২ জন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী চিহ্নিত করা হয়েছে ,পর্যায়ক্রমে এদের মধ্যে থেকে ৩ পর্যায়ের ১৩৭ জনকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির চেক প্রদান বরা হয়। ১২৪৫ জনকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল প্রতিবন্ধী ব্যাক্তি পরিচয় পত্র এবং সরকারের সহযোগিতার আওতায় আসবে বলে জানান।

(এনএস/এএস/মার্চ ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test