E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাল কাজের অবদান রাখায় ১২ পুলিশ কর্মকর্তা পুরষ্কৃত

২০১৭ মার্চ ১৬ ১৭:৫৪:১৪
ভাল কাজের অবদান রাখায় ১২ পুলিশ কর্মকর্তা পুরষ্কৃত

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সভায় জুন/২০১৬ ও ফেব্রুয়ারি/২০১৭ মাসের মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, শ্রেষ্ঠ গ্রেফতারকারী হিসেবে সদর মডেল থানার এসআই মোঃ আব্দুল আনাম, দক্ষ গ্রেফতারকারী হিসেবে পত্নীতলা থানার এসআই মোঃ রবিউল ইসলাম, শ্রেষ্ঠ উদ্ধারকারী হিসেবে রাণীনগর থানার এসআই মোঃ শফিকুর রহমান, দক্ষ উদ্ধারকারী হিসেবে বদলগাছী থানার এসআই মোঃ সেলিম রেজা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী হিসেবে পোরশা থানার এসআই, মোঃ তৌহিদুর রহমান, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার মোঃ রমজান আলী, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে মান্দা থানার এসআই মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে পোরশা থানার এসআই, মোঃ বাবুল আক্তার, শ্রেষ্ঠ গ্রেফতারকারী হিসেবে নওগাঁ সদর মডেল থানার এএসআই মোঃ আহসান হাবিব, শ্রেষ্ঠ উদ্ধারকারী হিসেবে জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ হারেজ আলী ও শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে নিয়ামতপুর থানার মোঃ মেহেদী হাসানকে (কনস্টেবল/৫৩০) পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ সুপার তাদের হাতে পুরস্কার তুরে দেন। অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার, নবাগত সহকারি পুলিশ সুপার (প্রবেশনার) রেজাউল হক, কুদরত-ই-খোদা এবং সদ্য যোগদানকৃত আরআই মোঃ গোলাম জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

এ সময় তিনি জেলার আইন-শৃংখলা সমুন্নত রাখার জন্য অফিসার ও ফোর্সদের নানাবিধ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নিকট নতুন একটি পুলিশ পিকআপ গাড়ীর চাবি হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল মোঃ সামিউল আলম, সহকারি পুলিশ সুপার(প্রশাসন) মোঃ মতিয়ার রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/মার্চ ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test