E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩১টন চাউলসহ আটক ২

২০১৭ মার্চ ১৭ ১৫:০৮:০২
হালুয়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩১টন চাউলসহ আটক ২

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার ধানমহল নামক স্থান হতে ১৬ মার্চ দিবাগত রাতে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রফিক এর নিজস্ব ভবনের নিচতলা থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে ময়মনসিংহ মুক্তাগাছা-২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সহকারি পুলিশ সুপার রউশন মোস্তফা পিপিএম বার এর নেতৃত্বে ওসি অপারেশন মোঃ কায়ুম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সরকার কর্তৃক হত দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচীর ৫০কেজি ওজনের ৬২০ বস্তা (৩১টন) চাউলসহ দুই জনকে আটক করে।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার রউশন মোস্তফা পিপিএম বার উদ্ধার অভিযান শেষে সাংবাদিকদের বলেন, আব্দুর রফিকের নিজস্ব ভবনের ভাড়াটিয়া নুরুল ইসলাম নামক এক ব্যক্তি কালো বাজারিতে বিক্রির জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজি ওজনের ৬২০ বস্তা (৩১টন) চাউল মুজুদধারী করেছিল। উক্ত মালামাল উদ্ধার করেন এবং উদ্ধারকৃত মালামালের সাথে সংস্লিষ্ট থাকার অভিযোগে মনির ও আজিজুল নামক দুই জনকে আটক করেছেন। নূরুল ইসলামসহ আনান্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রাশেদ হোসেন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আসরাফ আলী, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা স্বীতার্থ শংকর তালুকদার, অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত )মোহাম্মদ লাল মিয়া বলেন, আর্মড পুলিশ ব্যাট্যালিয়ান কর্তৃক উদ্ধারকৃত মালামালসহ তিন জনের নামে মামলা রুজু হয়েছে। যার নং ১১, আটককৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করেছেন ৬২০ বস্তা চাউল থানা হেফাজতে রয়েছে। নূরুল ইসলামকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাটি তদন্তাধীন বলে তিনি জানান।

(জেসিজি/এএস/মার্চ ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test