E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় এসআইয়ের বিরুদ্ধে বাবাকে মারপিটের অভিযোগ

২০১৭ মার্চ ১৯ ১৬:৪৮:১০
নওগাঁয় এসআইয়ের বিরুদ্ধে বাবাকে মারপিটের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : কোটি টাকার বাড়িঘর জাল দলিলমুলে নিজের নামে লিখে নেয়ার বিরুদ্ধে আদালতে জাল দলিল রহিতকরণের একটি মামলা দায়ের করায় নওগাঁয় ক্ষুব্ধ পুলিশের এক এসআই তার বাবা ময়েন উদ্দিন, বোন এবং ভাগ্নেকে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ ময়েন উদ্দিন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে নওগাঁ থানায় বাবা এবং ছেলে পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলেন, বোন রুনা লায়লা রুনা ও ভাগ্নে জাহিদ হাসান। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় চকএনায়েত যুবক সমিতির সামনে ময়েন উদ্দিনের নিজস্ব তিনতলা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সেই বাড়িতে স্ব-পরিবারে বসবাস করে আসছেন তিনি। এরই মধ্যে তার ছেলে বর্তমানে ফেনি জেলায় ডিএসবিতে চাকুরিরত এসআই পায়েল হোসেন তার বাবার সমস্ত বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান গোপনে গত ২৫ এপ্রিল ২০১২ সালে দলিলমুলে নিজের নামে লিখে নেন। দীর্ঘদিন সেই কথা পরিবারের কাছে সম্পূর্ণ অজানা ছিল বলে অভিযোগ করেন তার পিতা ময়েন উদ্দিন। গত ডিসেম্বর মাসে বাড়িতে এসে বাড়িটি তার নিজের দাবি করে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়ার প্রচেষ্টা চালান এসআই পায়েল হোসেন।

এমতাবস্থায় বাবা ময়েন উদ্দিন গত ১৪ জানুয়ারি সদর কোর্টে দলিল রহিতকরণ চেয়ে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে তার কর্মস্থল ফেনী থেকে ছুটি নিয়ে শনিবার দুপুরে পায়েল হোসেন ও তার স্ত্রী মোছাঃ শিল্পী বাড়িতে এসে তার বাবাকে টেনে হেঁচড়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে মারপিট করতে থাকে। পায়েল বাবার গলা চেপে ধরে আর স্ত্রী শিল্পী একটি গ্লাস দিয়ে মাথা এবং বাম হাতে আঘাত করে। এতে মাথা ও হাতের বিভিন্ন স্থানে কেটে গেছে। তার চিৎকার শুনে ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়াটিয়া লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। আহত ময়েন উদ্দিন সাংবাদিকদের কাছে ঠিক এমনটিই অভিযোগ করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার বিকেলে এ ব্যাপরে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম মারপিটের ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে লিখিত অভিযোগ না পাওয়ায় কোন মামলা রেকর্ড করা হয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএম/এএস/মার্চ ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test