E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৭ মার্চ ২০ ১৭:১৬:০১
ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোস্তাফিজ নোমান, ত্রিশাল : তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষে ময়মনসিংহের ত্রিশালে  পাওয়ার আইটি অর্গানাইজেশনের আয়োজনে সকাল ১০টায় নজরুল একাডেমী স্কুল  মিলনায়তনে কম্পিউটার ও আইটি অলিম্পিক ২০১৭ এর  কুইজ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহি কর্মকর্তা আবুজাফর রিপন, মেজর হাছান আরিফ, ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু সায়েম, কমার্স কলেজের অধ্যক্ষ এখলাছ উদ্দিন,ত্রিশাল উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যাপক খবিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, কোষাধ্যক্ষ মতিউর রহমান সেলিম, পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যান ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, হালিমা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম, মহা পরিচালক জিম্মানুল আনোয়ার, নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, মহা সচীব তানভীর নাঈম, ব্যবস্থাপনা পরিচালক রাকিব হাসান, পরিচালক রায়হান উদ্দিন সোহাগ এ সময় উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতায় ৯ম দশম শ্রেণীর ১৪শ ৪২জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

(এমএন/এএস/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test