E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

২০১৪ এপ্রিল ১০ ১৩:৪৮:০৪
সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আপিল বেঞ্চে অ্যাটর্নি জেনারেল মাহবুব-উল আলম যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করেন।

অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

একই সঙ্গে আগামী রোববার এ মামলায় আসামি পক্ষের পাল্টা যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণের আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দু’টি অপরাধে সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।

(ওএস/ এটি/ এপ্রিল ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test