E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় সন্দেহভাজন চার জঙ্গির বিরুদ্ধে দুই মামলা, ৪টি ককটেল উদ্ধার

২০১৭ মার্চ ২০ ২০:২৮:১৭
কলাপাড়ায় সন্দেহভাজন চার জঙ্গির বিরুদ্ধে দুই মামলা, ৪টি ককটেল উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় জঙ্গি সন্দেহে আটক চারজনের বিরুদ্ধে পুলিশ পৃথক দু’টি মামলা করেছে। সন্ত্রাস ও বিস্ফোরক আইনে সোমবার মামলা দুটি দায়ের হয়েছে। এ মামলায় আসামিরা হলেন আটক হওয়া জামাল হোসেন (৩৯), পাপ্পু (৩৫), মিলন সিকদার (৩৪) ও বাবুল খান (৩০)।

রবিবার সকালে তাদের চারজনকে আটকের পর রাতভর জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নদীর পাড় থেকে চারটি ককটেল উদ্ধার করেছে। আটককৃতদের সোমবার শেষ বিকালে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক থেকে পুলিশ আটক করে। এসময় এদের কাছ থেকে একটি হাতে আঁকা সাদা কাগজে সাংকেতিক ম্যাপ। ইলেকট্রিক তিনটি টেপ। দুইটি হ্যান্ড গ্লাভস। ছয়টি ওষুধের কৌটা যার মধ্যে ছোট ১৩টি এবং একটু বড় ৬টি প্লাস্টিকে গুলি সদৃশ্য বস্তু। ১০ গজ ফয়েল পেপার। ৩০-৪০টি কার্বন পেপার। সেভিং রেজার ও ব্লেড এবং চারটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। পুলিশ নিশ্চিত হয়েছে এরা তিনদিন আগে থেকেই কলাপাড়ার কোন এক বাড়িতে অবস্থান করছিল। এর বাইরে বিস্তারিত কিছুই পুলিশ তদন্তের স্বার্থে জানায়নি।

ঘটনার পরপরই পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহেব আলী পাঠান ও এএসপি সার্কেল জহিরুল ইসলাম এবং কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। এরা কোন জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত কিংবা কী উদ্দেশে এই এলাকায় এসেছে পুলিশ তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।

(এমআরকে/এএস/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test