E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

২০১৭ মার্চ ২১ ১৭:০২:২৭
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রেহানা আক্তার রেনু নামে এক গৃহবধূকে হত্যার দায়ে  স্বামী ইছমাইল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ইছমাইল সদর উপজেলার মহাদেবপুর এলাকার আহম্মদ উল্লার ছেলে।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৩ সালের ৮ নভেম্বর রাতে সদর উপজেলার মহাদেবপুর গ্রামে গৃহবধূ রেহানা আক্তার রেনুকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বড় ভাই তাহের আহম্মদ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় স্বামী ইছমাইল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০০৪ সালের ১১ এপ্রিল এ মামলায় ইছমাইল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। বাদী-বিবাদী পক্ষের দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালত এ রায় দেন।

(ওএস/এএস/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test