E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরগঞ্জে কঠোর নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ

২০১৭ মার্চ ২২ ১১:২১:৩৩
সুন্দরগঞ্জে কঠোর নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ

গাইবান্ধা প্রতিনিধি : গুলিতে নিহত গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটনের শূন্য আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছে বলে আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের ভোটাররা। তবে এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালে ভোটের শুরুতে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন কর্মকর্তা।

আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকায় ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আরও রয়েছে সাত প্লাটুন বিজিবি, র্যাব-১৭ টিম। এ আসনে চরাঞ্চলে দুর্গম ভোটকেন্দ্র রয়েছে ২৪টি। দুর্গম ভোটকেন্দ্রগুলোর প্রতিটিতেই ওসির পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, আনসারসহ ২৯ জন করে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।অন্য কেন্দ্রগুলোতে আটজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসারসহ ১৭ জন রয়েছেন।

সব মিলিয়ে পুলিশ ও আনসারসহ প্রায় চার সহস্রাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ। জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন শামীম হায়দার পাটোয়ারী। এই দুই প্রার্থীর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

এছাড়া জাসদের মোহাম্মদ আলী প্রামানিক ‘মশাল’, জাতীয় পার্টির (জেপি) ওয়াহেদুজ্জামান সরকার বাদশা ‘সাইকেল’, গণফ্রন্টের শরিফুল ইসলাম ‘মাছ’, এনপিপির জিয়া জামান খান ‘আম’ ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন ‘আপেল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১০৯টি। ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৮০৭ জন। এর মধ্যে মহিলা ভোটার এক লাখ ৭০ হাজার ৮৪১ জন ও পুরুষ ভোটার এক লাখ ৬২ হাজার ৯৬৬ জন।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন।

(ওএস/এসপি/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test