E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে গলদা চিংড়ি চাষিদের সমাবেশ

২০১৭ মার্চ ২৩ ১১:০৯:১৯
নড়াইলে গলদা চিংড়ি চাষিদের সমাবেশ

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সফল প্রকল্পের গলদা চিংড়ি চাষীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সদরের মুলিয়া বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ আধিকারীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মৎস্য অফিসের পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক প্রফুল্ল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মন্ডল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, যশোরের এমইউসি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, জাগরণী চক্রের ডেপুটি ডিরেক্টর অদিতি আরজু প্রমুখ।
বক্তারা, গলদা চিংড়ির মান নির্ণয়, সঠিক ওজন ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শতাধিক চিংড়ি চাষি অংশগ্রহণ করেন।

(টিএআর/এসপি/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test