E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেবহাটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবির নেতা গুলিবিদ্ধ

২০১৪ এপ্রিল ১০ ১৩:৫৫:১৪
দেবহাটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবির নেতা গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি : নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির পরিকল্পনাকালে গ্রেফতার এড়াতে জামায়াত শিবির পুলিশের উপর হামলা চালিয়েছে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে এক শিবির নেতা জখম হয়েছে। এ সময় জামায়াত শিবিরের হামলায় আহত হয়েছে দুই পুলিশ সদস্য। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খান বাহাদুর আহসানউল্লাহ ডিগ্রী কলেজের মাঠে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ শিবির নেতাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মিলন হোসেন সোহাগ (২০) দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের শাহাদাৎ গাজীর ছেলে ও খান বাহাদুর আহসানউল্লাহ ডিগ্রী কলেজ ছাত্র শিবিরের সভাপতি। সে ওই কলেজর মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষার্থী।
আহত দুই পুলিশ সদস্য হলেন, দেবহাটা থানার সিপাহী সরোয়ার হোসেন (৩৯) ও আকবর আলী (৪২)।
এদিকে গুলিবিদ্ধ মিলন হোসেন সোহাগের অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তিনি তার চাচা সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও আওয়ামী লীগ কর্মী আব্দুল গফফারের বাড়িতে বসে পরীক্ষার পড়া করছিলেন। এ সময় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কেবিএ কলেজের মাঠে এনে পুলিশ তার ডান পায়ের হাঁটুর নীচে বন্দুকের নল ঠেকিয়ে গুলি করে জখম করে। ফলে তার বৃহষ্পতিবারের ইংরাজী দ্বিতীয় পত্রের পরীক্ষা দেওয়া হলো না।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হাফিজুল্লাহ জানান, মিলন হোসেন সোহাগের ডান পায়ের হাঁটুর নীচে গুলি লাগার ফলে মারাত্মক জখম হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, জামায়াত শিবিরের কয়েকজন নেতা কর্মী বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কেবিএ কলেজের মাঠে বসে নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে একদল পুলিশ সেখানে পৌঁছায়। এ সময় তারা কয়েকটি ককটেল ছুঁড়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে শিবির নেতা মিলন মাটিতে পড়ে গেলে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় সিপাহী সরোয়ার হোসেন ও আকবর আলী আহত হন বলে জানান তিনি। আহত দু’ পুলিশ সদস্যকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শিবির নেতা মিলন হোসেন সোহাগকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে জামায়াত শিবিরের ডাকা হরতাল ও সহিংসতা চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

(আরকে/এএস/এপ্রিল ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test