E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

২০১৪ জুন ১৯ ০৮:২৬:২৭
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে শিমুল প্রধান (৩০) নামের এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট শমসের নগর সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলারের ৭-৮ সাব পিলারের এ ঘটনা ঘটে।

নিহত শিমুল প্রধান পাটগ্রাম উপজেলার ধবলসুতি গ্রামের খানপাড়া এলাকার মৃত মফিজার রহমান প্রধানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও শমসের নগর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের হাবিলদার নুরু মিয়া জানান, রাতে শিমুলসহ ৮/১০ জনের একটি গরু পারাপারকারীর দল ওই সীমান্ত হয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু পারাপার করছিল।

এ সময় ভারতীয় ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চোঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে ৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে শিমুল বুক ও পেটে বুলেটবিদ্ধ হয়ে গুরতর আহত হয়।

পরে শিমুল দৌড়ে বাংলাদেশের দুইশ গজ অভ্যন্তরে প্রবেশ করলে সঙ্গীরা তাকে পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাফিউল আলম খান জানান, এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।

(ওএস/এইচআর/জুন ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test