E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীবরদীতে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত

২০১৭ মার্চ ২৪ ১৯:০৩:৫২
শ্রীবরদীতে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ২৪ মার্চ শুক্রবার ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইন্সটিটিউট (এপিপিআই) মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এ চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন সমিতির সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক সচিব রিয়াল এডমিয়াল (অব.) মো. খোরশেদ আলম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ও চিকিৎসা শিবির বাস্তবায়ন কমিটির আহবায়ক সাইফুল কবীর চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সচিব খোরশেদ আলম, সমিতির সাধারণ সম্পাদক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আশরাফ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক (গাইনী) শামছুন নাহার শিরীন, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আশরাফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র মো. আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মোতাহারুল ইসলাম, সমিতির সহসভাপতি ফিরোজ খান নূন, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ প্রমুখ। শিবিরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শামছুন নাহার শিরীন, ডা. লায়লা হোসেন, ডা. আব্দুল করিম, ডা. নুরজাহান বেগম, ডা. আইয়ুব আলী, ডা. এম. আর. করিম, ডা. নাজিম আল আজাদ, ডা. জোবায়ের মিয়াসহ স্থানীয় চিকিৎসকরা। সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম বিকেলে জানান, দিনব্যাপী অনুষ্ঠিত চিকিৎসা শিবিরে প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশপাশি ছয় লাখ টাকার ওষুধ প্রদান করা হয়। শনিবার ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমিতির পক্ষ থেকে অনুরূপ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে।

(এইচবি/এএস/মার্চ ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test