E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘উদ্ভাবন আর প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়ন সম্ভব’

২০১৭ মার্চ ২৫ ১৭:৩০:৩৯
‘উদ্ভাবন আর প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়ন সম্ভব’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম বলেছেন উদ্ভাবন আর প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়ন সম্ভব। এ দুটো একটি আরেকটির পরিপূরক। আইটি হলো সময়ের দ্রুততা। একসময় যে কাজ করতে অনেক সময় ব্যয় করতে হত তা আজ হাতের মুঠোয় এটাই হলো তথ্য প্রযুক্তি সফলতা। প্রতিটা শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। এ যুগে আইটি উপর জ্ঞান না থাকলে বিশ্বের কাছে নিজেকে উপস্থাপন করা যাবেনা। প্রতিযোগিতার বাজারের নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের আয়োজনে কম্পিউটার আইটি অলিম্পিকের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পাওয়ার আইট অর্গানাইজেশনের সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিচ্ছুজামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যান সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন,নাসিরাবাদ ইন্সটিটিউট এর চেয়ারম্যান আব্দুল মতিন, ত্রিশাল ইউপি চেয়ারম্যান জাহিদ আমীন, ইউপি চেয়ারম্যান নাজমুল সরকার, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর ররহমান নোমান, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৬০ জন শিক্ষার্থী হাতে পুরস্কার তুলে দেন ।

(এমএন/এএস/মার্চ ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test