E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে স্বাধীনতা দিবস পালিত

২০১৭ মার্চ ২৬ ১৪:১১:২৩
গোপালগঞ্জে স্বাধীনতা দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি : টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধে রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামীগ ও প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে গোপালগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়।

এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর আত্মার ফাকফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

পরে গোপালগঞ্জের স্থানীয় স্বাধীনতা ও বিজয় স্মৃতি স্তম্ভে পু®পস্তবক অর্পন করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল ও জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল,বিভিন্ন স্কুল-কলেজ পুপমাল্য অর্পন করে। এ ছাড়া জেলা উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষে থেকেও পু®পমাল্য অর্পন করা হয়। এছাড়া দিনটি পালন উপলক্ষে আজ রোববার সকাল ৮টায় গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ৭১’-এর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান ছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।এ ছাড়া জেলার কোটালীপাড়া, মুকসুদপুর,কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলায় স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

(পিএম/এসপি/মার্চ ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test