E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রায়পুরে গায়ে আগুন ধরিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

২০১৭ মার্চ ২৭ ১৫:১৯:১৫
রায়পুরে গায়ে আগুন ধরিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় ছালেহা বেগম (৩২) নামের এক গৃহবধুকে তালাক দিয়ে তার স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম গৃহবধূ তার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার ভোরে উপজেলার ১নং চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকার ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে এসময় স্বামী লোকমান গাজী বাড়ীতে ছিলেন না। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়া দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তাই স্থানীদের ধারণা লোকমান দ্বিতীয় বিয়ে করার ছেলাহা স্বামীকে ফাঁসাতে তার নিজের গায়ে নিজেই এ আগুন দিয়েছেন।

জানা যায়, একই এলকার ছালেহা বেগমের সাথে প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় লোকমান গাজীর সাথে। গত কয়েক বছর ধরে উভয়ের মাঝে পারিবারিক কলহে দেখা দেয়। এ দিয়ে এলাকায় একাধিকবার বৈঠক হলেও কোন সমাধান হয়নি। একপর্যায় স্ত্রী ছালেহা ঢাকাতে গিয়ে চাকুরী শুরু করে। পরে ২০১৬ সালে স্বামী লোকমান তার স্ত্রী ছালেহা বেগমকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দিয়ে দেয় এবং দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করেন। খবর পেয়ে ছালেহা গত ১০-১২ দিন আগে লোকমানের বাড়ীতে এসে ঘরের দরজা ভেঙ্গে বসবাস করতে শুরু করেন ছালেহা। হঠাৎ সোমবার ভোরে ঘরের দরজা বন্ধ করে তার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে বাড়ির লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

যোগাযোগ করা হলে হাসপাতালের ডাঃ ফারিয়া ইয়াসমিন বলেন, হাসপাতালে আনা ছালেহা বেগমের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে এবং তার এখনও অবস্থা আশঙ্কাজনক। তবে এখন উন্নত চিকিৎসার চলতে।

স্থানীয় চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান সহিদ উল্যা বিএসসি বলেন, স্বামীর দেওয়া তালাক নামা স্ত্রী ছালেহা বেগম না মেনে স্বামীর ঘরে এসে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আগে স্বামী ও স্ত্রীর পারিবারিক কলহ একাধিকবার চেষ্টা করেও মীমাংশা করা সম্ভব হয়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিক করে বলেন, ঘটনাগলে পুলিশ পাঠিয়ে জানা যায়, ছালেহা বেগম নিজেই তার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে আবার নিজেই গায়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টাও করে। এসময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এখনও কেউ থানা কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআরএস/এএস/মার্চ ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test