E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী পৌরসভার উন্নয়নের ধারা এখন দৃশ্যমান

২০১৭ মার্চ ২৮ ১২:০২:০৯
ঈশ্বরদী পৌরসভার উন্নয়নের ধারা এখন দৃশ্যমান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পৌরসভার উন্নয়নের ধারা এখন দৃশ্যমান। এই ধারা বজায় থাকলে ঈশ্বরদী অচিরেই মডেল পৌরসভার স্বীকৃতি অর্জন করতে সক্ষম হবে বলে মনে করছেন ঈশ্বরদী পৌরসভার নগর উন্নয়ন কমিটি।

গতকাল বিকেলে (২৭ মার্চ) ঈশ্বরদী পৌরসভা টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভায় বক্তারা একথা বলেন।

বক্তারা বলেন, আইন শৃংখলা রক্ষার্থে পৌরসভার উদ্যোগে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্ক কারিগরি সহযোগিতা সিসি ক্যামেরা বসানোর কাজে সহযোগিতা করবে। এছাড়া দশ লাখ টাকা ব্যয়ে বভিন্ন স্থানে পাবলিক টয়লেট নির্মাণ এবং ময়লা-আবর্জনা তাৎক্ষনিকভাবে নিস্কাসনের জন্য ২০০টি বক্স তৈরী করা হচ্ছে বলে বক্তারা জানান।

পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইউজিপ-৩ প্রকল্পের প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজের সামগ্রিক অবস্থা উপস্থাপন করা হয়।

সচিব জহুরুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, পৌরসভার প্রকৌশলী আব্দুল আউয়াল, টিএলসিসি’র সদস্য শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, সহযোগী অধ্যাপক হাফিজা খাতুন, সাবেক কমিশনার খালেদা খানম, রেজাউল করিম নান্টু প্রমূখ।

সভা শেষে পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠির আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জনকে ছাগল বিতরণ করা হয়।

(এসকেকে/এসপি/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test