E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে ট্রাক চাপায় নিহত ১

২০১৭ মার্চ ২৮ ১২:২০:২৯
শরীয়তপুরে ট্রাক চাপায় নিহত ১

শরীয়তপুর প্রতিনিধি :  শরীয়তপুরে ট্রাক চাপায় ফজলুল হক সরদার (৬৫) নামে ডাক বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মচারি নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে শরীয়তপুর-ঢাকা মহাড়কে শরীয়তপুর শহরের ঋষিপাড়ায় এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত ফজলুল হক সরদার শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে। তিনি ডাক বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। ঘুমন্ত অবস্থায় ট্রাকটি চালাচ্ছিল বলে জানিয়েছেন আটক ট্রাক চালক মুন্না।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজলুল হক সরদার মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজের জন্য শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন। বাড়ির সামনের মহাসড়কে আসলে যশোর থেকে ছেড়ে আসা চালভর্তি একটি ট্রাক (যশোর-ট ১১-২০০৮) ফজলুল হক সরদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুটি সহ একটি টাইলস এর দোকানে ধাক্কা খায়। এতে বিদ্যুতের খুটি ও দোকান সহ ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকের হেলপাড় বনি আলম বাবু (১৭) ট্রাকের চাপায় আটকে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মী ও পুুলিশ এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। ট্রাক ও ট্রাকের চালক মুন্নাকে পালং মডেল থানা পুলিশ আটক করেছে। দূর্ঘটনায় চালক মুন্নারও একটি হাত ভেঙ্গে গেছে।

ট্রাক চালক ইয়াসিন আলী মুন্না বলেন, আমি যশোর থেকে চাল ভর্তি করে সারা রাত ট্রাক চালিয়ে শরীয়তপুর আসি। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ঘুমিয়ে পরি। ঘুমিয়ে পরার কারনেই দূর্ঘটনা ঘটেছে।

শরীয়তপুর সদর পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, এ ঘটনায় আমরা ট্রাক ও চালককে আটক করেছি। লাশের ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(কেএনআই/এসপি/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test