E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পূর্ব কোন ঘোষণা ছাড়াই টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট শুরু

২০১৭ মার্চ ৩০ ১২:৪০:০৯
পূর্ব কোন ঘোষণা ছাড়াই টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : মন্ত্রীসভায় নতুন অনুমোদন হওয়া পরিবহন শ্রমিক আইন বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে টাঙ্গাইলে বাস ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। পূর্ব কোন ঘোষণা ছাড়াই এই পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী যাত্রীরা।

সকাল থেকেই টাঙ্গাইল বাস টার্মিনালের শ্রমিকরা বাস, কোচ ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয়। ফলে টাঙ্গাইলের সাথে ঢাকা, উত্তরবঙ্গ ও ময়মনসিংহসহ সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। একই সাথে জেলার অভ্যন্তরীন সড়কেও বাস চলাচল বন্ধ করে দিচ্ছে পরিবহন শ্রমিকরা।

টাঙ্গাইল জেলা বাস-কোচ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোমিনুল ইসলাম লাবলু জানান, সম্প্রতি সরকার পরিবহন শ্রমিকদের জন্য যে নতুন কঠোর আইন করেছে। তার প্রতিবাদে শ্রমিক ইউনিয়ন কোন কার্যকর ব্যবস্থা না নিলেও সাধারণ শ্রমিকরাই স্বইচ্ছাই মালিকদের কাছে গাড়ি চাবি বুঝিয়ে দিচ্ছেন। তারা জীবনের ঝুকি নিয়ে গাড়ি চালাবে না। সাধারণ শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট চলবে।


(এনইউ/এসপি/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test